বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজের অনিশ্চয়তা কেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে কম্বল বিতরণ ভৈরবে থানা থেকে লুট হওয়া অস্ত্র ও পুলিশের পোশাক উদ্ধার কক্সবাজারে অটোরিকশা থেকে নামিয়ে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৩ তারাকান্দায় সেনাপ্রধানের মহড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ নড়াইল ও কালিয়ায় সংবর্ধিত হলেন টেক্সাস বিএনপি নেতা জহিরুল ইসলাম দীর্ঘ দুই মাস পর চালু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন মোংলায় তীব্র লবনাক্ততার মধ্যেও মৌসুমি সবজি চাষাবাদ ও পশু পালনে বদলে গেছে দরিদ্র ৬০ পরিবারের জীবনমান কালীগঞ্জে গৃহবধূকে শিকলে আটকে নির্যাতন: থানায় মামলা শাহজাদপুরে মানদা কান্ত লাহিড়ী হত্যাকান্ডের সুষ্ঠু ময়নাতদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের মুজাহিদ বুলবুল এখন দেশের ইসলামী সংগীতের তারকা শিল্পী

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের সন্তান মুজাহিদ বুলবুল এখন দেশের ইসলামী সংগীতের তারকা শিল্পী। ইসলামি গজল-গানে শ্রোতাদের মন জয় করে তিনি এখন প্রখ্যাত ইসলামি সংগীত শিল্পি। ইসলামি ভাবধারার সংগীতে তার কৃতিত্ব এখন মানুষের মুখে মুখে। এখন তার স্টেজ প্রোগ্রামগুলোতে থাকে দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়। প্রায় দুই দশকের বেশী সময় ধরে তিনি লাগাতার পারফর্ম করে যাচ্ছেন। শীত মৌসুম এলেই দেশের আনাচে-কানাচে ইসলামি গজলের অনুষ্ঠানে প্রধান শিল্পি হিসাবে ইসলামি সংগীত পরিবেশন করছেন তিনি। মুজাহিদ বুলবুল বর্তমান সময়ের একজন শক্তিমান কবিও। ‘পাখি ও হাওরের প্রেম’ এবং ‘লাল পাহাড়ের নীল কবিতা’ নামে বিখ্যাত দু’টি কবিতার বই রয়েছে তাঁর। ইসলামি গানের ক্ষেত্রে তাকে বিশিষ্টতা দান করেছে আধুনিক সুরারোপ। গানের লিরিক, ছন্দ, তাল, লয়ে তাঁর রয়েছে নিবিড় পরিচর্যা। এছাড়া, ইসলামি সংগীত চর্চাকে উৎসাহিত করতে তিনি ‘রিসালাহ’ নামে একটি শিল্পীগোষ্ঠী গড়ে তুলেছেন। তাঁর তত্ত্বাবধানে দেশের অনেক শিশু কিশোর ইসলামি সংগীত চর্চা করছে।  ছোটবেলা থেকেই গজলের প্রতি টান ছিল এ শিল্পীর। মনের মতো লিরিক পেলেই সুরারোপ করার চেষ্টা করতেন। পরবর্তীতে কঠোর সাধনা ও রেওয়াজ তাঁকে এখন দেশের শীর্ষস্থানীয় ইসলামি সংগীত শিল্পী হিসাবে খ্যাতি এনে দিয়েছে। বাবা মাওলানা আব্দুস সোবহান জিহাদি একজন ইসলামি বক্তা। পরিবার ও বন্ধুবান্ধবের উৎসাহ উদ্দীপনায় শুরুতে তিনি বিভিন্ন অনুষ্ঠানে গজল পরিবেশন করতেন। সেই কৈশোরকালেই ২৬টির মতো ইসলামি সংগীতের ক্যাসেট অ্যালবাম বেরিয়েছে তার। ধীরে ধীরে পরিণত হওয়া এই শিল্পী এখন ইসলামি সংগীত ভূবনের এক আলোকিত তারকা। বলা যায়, বাংলাদেশে এককভাবে ইসলামি সংগীতের স্টেজ প্রোগ্রাম তাঁর মাধ্যমেই ব্যাপকতা লাভ করেছে। এছাড়া, ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এই শিল্পী ইংল্যান্ডে অবস্থানকালে চ্যানেল আই ইউরোপ-এ ইসলামী সংগীতের ফনোলাইভ অনুষ্ঠান ‘মাদিনার সুর’ উপস্থাপনা ও পরিচালনা করেন। এর সুবাধে ইউরোপের মুসলিম কমিউনিটিতে তাঁর সংগীতের আবেদনও ব্যাপক। দেশের ইসলামী সংগীত অলোকিত তারকা শিল্পী মুজাহিদ বুলবুল ১ জানুয়ারী ১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা সদরের সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম মো. মুজাহিদুল ইসলাম বুলবুল। কিশোর বয়সেই পত্র-পত্রিকা ও সাহিত্যের প্রতি তাঁর অন্যরকম টান ছিল। কিছুদিন সাংবাদিকতাও করেছেন। তারপর নিয়মিত ছড়া, কবিতা ও সনেট লিখে দেশের সাহিত্যমোদিদের কাছে ব্যাপক পরিচিত ও সমাদৃত হন। ১৯৯৮ সালে প্রকাশিত হয় তার গজলের প্রথম অ্যালবাম ‘কামলিওয়ালা’। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়- ‘চলো জিহাদ রণে, জাগো হে মুসলমান, ফরিয়াদ, আর্তনাদ, মুক্তির দিশারী, গুলশান, প্রহরী, অসহায় বনি আদমের অশ্রু ঝরে’ অ্যালবামগুলি। শুরুতে এগুলোই তাকে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে। বর্তমানে ইন্টারনেট ও প্রযুক্তির কল্যাণে ইউটিউব, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম ও ফেইসবুকে ছড়িয়ে ছিটিয়ে আছে মুজাহিদ বুলবুলের শত শত হামদ, নাত, মরমী ও জাগরণী সংগীত। সবমিলিয়ে মুজাহিদ বুলবুল এখন দেশের ইসলামী সংগীতের আলোকিত তারকা শিল্পি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com