জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ ঢাকা মহানগরীর থানা পর্যায়ে শ্রেষ্ঠ গাইড নির্বাচিত হয়েছেন রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের ছাত্রী মেহজাদ আকবর। মাইলস্টোন থেকে ২০২৪ সালে সফলভাবে এইচএসসি সম্পন্ন করা মেহজাদ আকবর ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন-মাইলস্টোন কলেজ শাখার একজন সদস্য। সম্প্রতি (১৪ জানুয়ারি ২০২৫) থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত অনাড়ম্বর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানজনক এই পুরস্কার গ্রহণ করেন মেহজাদ আকবর। গৌরবময় এই অর্জনের জন্য মেহজাদ আকবরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম। নিজ প্রতিষ্ঠানের জন্য বয়ে আনা সম্মানের জন্য তারা শ্রেষ্ঠ গাইড মেহজাদ আকবরকে উৎসাহিত করেন এবং শুভ প্রত্যয় ব্যক্ত করেন যাতে তার ভবিষ্যত শিক্ষাজীবন আরও সাফল্য ম-িত হয়।