গজারিয়াকে উন্নত ও সমৃদ্ধ একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারের মাস্টার প্লান বাস্তবায়নে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সদ্য যোগদান কারী উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম। বৃহস্পতিবার(৬ই ফেব্রুয়ারী)সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের অফিস কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্যে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরফিন, সা: সম্পাদক ও দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, সহ সভাপতি ও দৈনিক আমার বার্তার উপজেলা প্রতিনিধি মো: মুকবুল হোসেন, যুগ্ম সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর এর উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থ, সিনিয়র সাংবাদিক এস,এম নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ও বিজনেস বাংলাদেশ এর প্রতিনিধি আল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক ও ফ্লাগুনী টিভির উপজেলা প্রতিনিধি সোলায়মান শিকদারসহ সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম উপস্থিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান ও গজারিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিক সমাজের সার্বিক সহযোগিতা কামনা করেন।