পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আলীকদম সেনা জোনের উদ্যোগে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় ৩১ বীর সেনা জোনের কনফারেন্স রুমে আর্থিক অনুদান বিতরণ করা হয়। এসময় আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ শওকাতুল মেনায়েম পিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আর্থিক অনুদান বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জোন উপ অধিনায়ক মেজর মঞ্জুর মোরশেদ সহ অন্যান্য পদবীর কর্মকর্তাগণ। জোন কমান্ডার বলেন, পাহাড়ে বসবাসরত সকলে মিলেমিশে পার্বত্যাঞ্চলকে শান্তির নীড়ে পরিণত করতে হবে। তাই যে কোন ধরনের সংকটে পাহাড়ের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় তিনি আরও বলেন, পাহাড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, গরিব, অসহায় ও দুঃস্থদের সেবা প্রদানের লক্ষে এ ধরনের নিয়মিত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। আর্থিক অনুদান পেয়ে প্রাতিষ্ঠানিক পরিচালক,অসহায় ও দুঃস্থরা আলীকদম সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।