পাঁচবিবিতে বণিক সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা শনিবার বেলা ১১ টায় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বণিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ তাইজুল ইসলাম। সমসাজসেবা সম্পাদক রাফিউল ইসলাম রুবেলের সঞ্চানলায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আফরোজা আক্তার চৌধুরী। শুরুতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন সমিতির সম্পাদক জীবন কৃষ্ণ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, অফিসার ইনচার্জ মোঃ মঈনুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ফারজান হোসেন প্রমুখ। এ সভায় সমিতির প্রায় দেড় হাজার ছোট-বড় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।