বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ছরোয়ার সরদার ও তার ভাই হাবিবুর সরদারসহ তাদের লোকজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুন আর রশিদ মোল্লার উপরে হামলা চালিয়ে আহত করে?। এসময় তার মেয়ে(১৮) পিতাকে রক্ষা করতে আসলে তার উপরেও হামলা চালালে সেও আহত হয়। আহত দুইজনই আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। হামলাকারীদেরকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার গৈলা দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ছরোয়ার সরদার ও তার ভাই হাবিবুর সরদারসহ তাদের লোকজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও গৈলা দাখিল মাদ্রাসার মাহফিল কমিটির সভাপতি মো. হারুন আর রশিদ মোল্লা(৫৩) উপরে হামলা চালিয়ে আহত করে?। এসময় তার স্কুল পড়ুয়া মেয়ে(১৮) পিতাকে রক্ষা করতে আসলে হামলাকারীরা তার উপরেও হামলা চালিয়ে তাকেও আহত করে। আহত দুইজনই আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। হামলা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার গৈলা দাখিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এব্যপারে আহত মো.হারুন আর রশিদ মোল্লা বলেন, আমার পিতা মরহুম আব্দুল লতিফ মোল্লা আগৈলঝাড়া বিএনপি সভাপতি ছিলেন। আমি স্বেচ্ছাসেবক দলের সাবের সভাপতি। আমরা সকলে বিএনপির দলের সাথে থাকার কারনে এই ছরোয়ার সরদার আমার উপরে পূর্বপরিকল্পিত ভাবে এই হামলা করেছে। বিগত আওয়ামীলীগ আমলে মাদ্রাসা ওয়াজ মাফিল দেয়া হয়েছিলো। হুজুরে বলেছিলো জাতীর পিতা ইব্রাহিম (রা:) এইকথা বলিতে ওই হামলাকারি হুজুরকে আপমান করে ওয়াজ মঞ্চ থেকে নামিয়ে দেয়। আমি মাহফিল কমিটির সভার পরে মুসল্লীগণ দাবি করে সেই হুজুরকে ওয়াজে বক্তাহিসেবে আনার জন্য। আমি সে বক্তাকে আমন্ত্রণ দিয়েছি এই কারনে আমার উপরে হামলা চালায়। এব্যপারে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.অলিউল ইসলাম বলেন, আমি লিখিত পেয়েছি। আমি থানা থেকে একজন অফিসার তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তের পরেই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।