ময়মনসিংহের নান্দাইলে ডাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় এসএসসি ব্যাচ ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়। অবসর প্রাপ্ত শিক্ষকগন হলেন কামাল উদ্দিন ফকির (প্রধান শিক্ষক), মৌ: আ: খালেক( ধর্মীয় শিক্ষক), মোঝাজ্জল হোসেন (বিজ্ঞান শিক্ষক), জয়নাল আবেদিন (বাংলা শিক্ষক), আবুল কাইয়ুম আজাদ(বাংলা শিক্ষক), নারায়ণ কিশোর রায় (গনিত শিক্ষক) প্রমূখ। এছাড়া ৪র্থ শ্রেণির কর্মচারী-মো: ছিদ্দিক হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সকাল ৯ ঘটিকায় কোরআান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জুম্মা নামাজের পূর্বে অনুষ্ঠিত প্রথম সেশনে বক্তব্য রাখেন ২০০০ থেকে ২০১৯ পর্যন্ত প্রতি ব্যাচের ১জন করে শিক্ষার্থী ও বর্তমান কর্মরত শিক্ষক গন। বেলা ২ টায় ২য় সেশনে বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন ফকির (প্রধান শিক্ষক), মৌ: আ: খালেক( ধর্মীয় শিক্ষক), মোঝাজ্জল হোসেন( বিজ্ঞান শিক্ষক), জয়নাল আবেদিন (বাংলা শিক্ষক), আবুল কাইয়ুম আজাদ (বাংলা শিক্ষক), নারায়ণ কিশোর রায় (গনিত শিক্ষক) ও ৪র্থ শ্রেণির কর্মচারী-মো: ছিদ্দিক হোসেন প্রমূখ। মরহম আ: আওয়াল ও মরহম হুমায়ূন কবির বিপ্লবকে শ্রদ্ধাভরে স্মরন করা হয়। কর্মরত প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি মোঃ মোস্তফা কামালের সমাপনি ভাষন ও সম্মাননা পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।