রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধৈর্য্যরে বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে-গাজীপুরে সারজিস আলম বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধনবাড়ীতে মহা সমাবেশ নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা টুঙ্গিপাড়া শারীরিক নির্যাতনের শিকার সাথী বিশ্বাস: স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে-কৃষিবিদ তুহিন সীতাকুন্ড পৌর জামায়াতের কর্মী সম্মেলন আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির উপরে স্বেচ্ছাসেবকলীগের হামলা প্রতিবাদে বিক্ষোভ মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সাংবাদিক মিরনের উপর নৃশংস হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন বগুড়ার ধরমপুরে দিগন্ত আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ধৈর্য্যরে বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে-গাজীপুরে সারজিস আলম

গাজীপুর অফিস
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন। সারজিস আলম বলেন, খুনি হাসিনার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে। এই সন্ত্রাসীরা এখনো সোশ্যাল মিডিয়ায় আমাদের যোদ্ধাদের হুমকি দিচ্ছে। এই সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ইন্টেলিজেন্স যদি আজকে (গতকাল) রাতের মধ্যে হামলায় জড়িত খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে না পারে তাহলে আমাদেরকে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। তিনি বলেন, বাংলাদেশের কোথাও আমাদের কোনো সহযোদ্ধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ আবার নতুন করে জেগে উঠবে। আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে দেশের প্রত্যেকটি জেলায় জেলায় যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি, এদেশের ছাত্র-জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যেতে ধৈর্য ধরেছে। কিন্তু একটা ধৈর্যের বাঁধ আছে। এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্য্যরে বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এদিকে শুক্রবার রাতের ঘটনায় ছাত্র-জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ ওসিকে সাময়িকক বরখাস্ত করা হয়েছে। আর ব্যর্থতার দায় নিয়ে ক্ষমাও চেয়েছেন ডিএমপি কমিশনার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com