রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ধৈর্য্যরে বাঁধ ভেঙে ফেললে দেশে আরেকটি বিপ্লব দেখতে হবে-গাজীপুরে সারজিস আলম বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধনবাড়ীতে মহা সমাবেশ নান্দাইলে ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা টুঙ্গিপাড়া শারীরিক নির্যাতনের শিকার সাথী বিশ্বাস: স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ বিএনপি ক্ষমতায় আসলে বারোমাস সব কৃষকের মুখে হাসি থাকবে-কৃষিবিদ তুহিন সীতাকুন্ড পৌর জামায়াতের কর্মী সম্মেলন আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির উপরে স্বেচ্ছাসেবকলীগের হামলা প্রতিবাদে বিক্ষোভ মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন সাংবাদিক মিরনের উপর নৃশংস হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন বগুড়ার ধরমপুরে দিগন্ত আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কেক কেটে নয় চক্ষু সেবা দিয়ে উপমা’র জন্মবার্ষিকী পালন

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

প্রতি বছরের ন্যায় ব্যতিক্রমী উদ্যোগে উপমার জন্মদিন পালন। কোন উৎসব বা কেক কেটে নয়, কোন চাইনিজ বা রেষ্টুরেন্টে ভাল খাওয়ার কোন আয়োজনও নয়, ৫০ জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন ও চিকিৎসার অন্যান্য ব্যবস্থা করার মাধ্যমে উপমা নামে এক ছোট্ট সোনামনির জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী/২৫ শনিবার বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম ফারুক সোহেল তার কন্যা উপমা’র জন্মবার্ষিকীতে এই মহতি কাজটি করেন। মানবেতর সমাজসেবক সোহেল ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ৫০ জন অসহায়কে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও ২ লক্ষাধিক টাকা চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের আরো কাজ করতে চান। ২০২৩ সাল থেকে আজঅবধি নিজস্ব অর্থায়নে তিনি ৫০০ জন গরীব ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন। তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী। সে বড় হয়ে সকলের ভালবাসা নিয়ে মানুষের সেবা করতে চায়। এই মহতি কাজের শুরুতে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসার হাফেজ মোঃ রুহুল আমিন সিজান। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল এর স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু হায়দার, মীর আবুল কালাম আজাদ তাজু, নুরুল হুদা, গাক কোডিনেটর সিহাব আহমেদ, ডাঃ আফসানা সিফাত, গাক ম্যানেজার সাখাওয়াত হোসেন, মহাস্থান টিভি বগুড়া প্রতিনিধি সুজন রহমান শুভ, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের উপমার শিক্ষক আতিক হোসেন পান্না,সুজন জেলা কমিটির সদস্য সুলতান বাদশা, সুজন শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অন্তত সেলিম প্রমুখ। তার এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে সচেতন মহল জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com