প্রতি বছরের ন্যায় ব্যতিক্রমী উদ্যোগে উপমার জন্মদিন পালন। কোন উৎসব বা কেক কেটে নয়, কোন চাইনিজ বা রেষ্টুরেন্টে ভাল খাওয়ার কোন আয়োজনও নয়, ৫০ জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন ও চিকিৎসার অন্যান্য ব্যবস্থা করার মাধ্যমে উপমা নামে এক ছোট্ট সোনামনির জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী/২৫ শনিবার বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব গোলাম ফারুক সোহেল তার কন্যা উপমা’র জন্মবার্ষিকীতে এই মহতি কাজটি করেন। মানবেতর সমাজসেবক সোহেল ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ৫০ জন অসহায়কে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও ২ লক্ষাধিক টাকা চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের আরো কাজ করতে চান। ২০২৩ সাল থেকে আজঅবধি নিজস্ব অর্থায়নে তিনি ৫০০ জন গরীব ও অসহায় মানুষের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেছেন। তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী। সে বড় হয়ে সকলের ভালবাসা নিয়ে মানুষের সেবা করতে চায়। এই মহতি কাজের শুরুতে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসার হাফেজ মোঃ রুহুল আমিন সিজান। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল এর স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু হায়দার, মীর আবুল কালাম আজাদ তাজু, নুরুল হুদা, গাক কোডিনেটর সিহাব আহমেদ, ডাঃ আফসানা সিফাত, গাক ম্যানেজার সাখাওয়াত হোসেন, মহাস্থান টিভি বগুড়া প্রতিনিধি সুজন রহমান শুভ, বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের উপমার শিক্ষক আতিক হোসেন পান্না,সুজন জেলা কমিটির সদস্য সুলতান বাদশা, সুজন শিবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অন্তত সেলিম প্রমুখ। তার এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে সচেতন মহল জানিয়েছেন।