শনিবার সকালে বগুড়া শহরের ধরমপুর তরুন সংঘ খেলার মাঠে দিগন্ত আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের সভাপতি মাজেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মেসার্স ফাইম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ রাশেদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, মা-বাবা শুধু সন্তাব জন্ম দেই, তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে শিক্ষক। কাজেই শিক্ষকদের উচিত তাদেরকে সুশিক্ষায় শিক্ষা দান করা। তাহলে তারা আগামীতে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। লেখাপড়া পাশাপাশি সবাইকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহবান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ স্বরন মিয়া।অত্র প্রতিষ্ঠানের পরিচালক প্রকৌশলী মোঃ মুকুল হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম মডেল স্কুল ও কলেজের উপাধ্যক্ষ মোঃ দুলাল হোসেন, বগুড়া বিএএফ শাহীন কলেজের অ্যাডজুট্যান্ট মোঃ আঃ কাদির, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ বাবু,সোহেল ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহেল, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এজাজ আহম্মেদ আসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়েরা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের অংশ গ্রহনে মার্চ পাস্ট, মনোজ্ঞ ডিসপ্লে এবং বিভিন্ন ক্রীড়া নৈপুণ্য পরিবেশন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত অভিভাবক, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।