পটুয়াখালীতে বাংলাভিশন টিভির সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনের উপর দূর্বিত্তদের নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। ৮ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করেন, ক্লাবের সাংবাদিকরা এসময় মানববন্ধনে অংশ গ্রহণ করেন, পটুয়াখালী জেলা বিএনপি, পটুয়াখালী জেলা আইনজীবী ফোরাম ও পটুয়াখালী বাস মালিক সমিতির নেতা কর্মীরা। পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মো. জাকির হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পটুয়াখালী প্রসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহরাব হোসেনসহ ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। প্রেসক্লাবের সাংবাদিকদের মানববন্ধনে একত্বতা পোষন করেন, পটুয়াখালী জেলা বিএনপি ও আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পটুয়াখালী জেলা আদালতের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, বাস মালিক সমিতির সভাপতি জেলা বিএনপির সদস্য মো. বশির আহম্মেদ মৃধা ও সাধারণ সম্পাদক মো. খন্দকার ইমাম হোসেন নাসির, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মো. মোজাম্মেল হোসেন তপন, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এড. মো. সালাউদ্দীন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ১নং সদস্য গাজী আশফাকুর রহমান বিপ্লব ও পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. আল আমিন হাওলাদার যুগ্ন আহবায়ক ইবনে হাবিব সানি গাজী ও বিএনপির সকল ইউনিটির নেতা কর্মীরা। এসময় বক্তরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলেন, পটুয়াখালী জেলা ও শহরের সকল যায়গায় শান্ত পরিবেশে মানুষকে নিরপত্তা দিতে হবে একজন সাংবাদিক সে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এ শহরে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডারা ওপেন ঘুরে বেড়ায় এবং তাদেরকে যারা টাকা পয়সা দিয়ে লালন পালন করেন, তারাও ঘুরে বেড়ায় ৫ আগস্টের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা কোন ভাবেই এই শহরের পরিবেশ ঘোলাটে করতে দিবো না। সাংবাদিক মিরনের উপর যারা নৃশংস ভাবে হামলা করেছে তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ভাইদের কে আহবান করছি। নইলে আমরা পটুয়াখালীতে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবো।