ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২১ উদযাপন উপলক্ষ্যে গতকাল(শনিবার) সকালে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই আকাশে বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুভযাত্রাটি ত্রিশাল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক গোলাম মোস্তফার সরকারের সভাপতিত্বে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা (দক্ষিণ) আহবায়ক ডা মাহাবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি শরিফুজ্জামান টিটু, ত্রিশাল পৌর নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী রুবাইয়াত হোসেন শামীম মন্ডল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, সিএনএন বাংলা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম মুজিব, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, ত্রিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম জুবায়ের হুসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ সহ স্থানীয় সংবাদ কর্মীগণ ছিলেন।