বর্তমানে দেশে নিরাপদ মাংসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তর নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য, স্টোরয়েড, হরমোন, এন্টিবায়োটিক ব্যতীত নিরাপদ পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম গ্রহন করেছে। মেধাবী জাতি গঠন, মাংস ও চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন, ক্ষুদ্র ও মাঝারি উদোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারী উদোক্তা তৈরির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বেকারত্ব ও দারিদ্র্যের অবসান, গরু হৃষ্টপুষ্টকরণ-ই সমাধান এই স্লোগানকে মুখ্য করে সীতাকু-ে প্রাণিজ নিরাপত্তা ও আত্মকর্মসংস্থানে প্রাণিসম্পদের ভূমিকা”র বাস্তবায়নে গরু হৃষ্টপুষ্টকরণে জনসচেতনতামূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ ও ২ ঘন্টার সেমিনার সম্পন্ন হয়েছে। ৩ ফেব্রুয়ারী বুধবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের সমাপনী দিনের অন্তভূক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. শাহজালাল মুহাম্মদ ইউনূস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ও সেমিনারে গরু হৃষ্টপুষ্টকরণের উদ্দেশ্য, সুবিধাসমূহ,ফলাফল, গরু নির্বাচন,নির্বাচিত গরুর স্বাস্থ্য পরীক্ষা ও কৃমি মুক্তকরণ,গরুর বাসস্থান, গোয়াল ঘর নির্মাণ ও জায়গার পরিমাণ, রোগ প্রতিরোধে টিকা প্রদান,পরিচর্যা,খাদ্য ও পানি, হৃষ্টপুষ্টকরণে ইউরিয়া মিশ্রিত খড় প্রস্তুুতকরণ,দানাদার খাদ্য মিশ্রণ, গরুর ওজন নির্ণয়সহ গবাদিপশু হৃষ্টপুষ্টকরণে করণীয় বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এসময় সীতাকু- উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার ডা. শাহজালাল মুহাম্মদ ইউনূস বলেন, গরু হৃষ্টপুষ্টকরণ একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও লাভজনক পদ্ধতি। এ পদ্ধতিতে অল্প সময়ে গরু হৃষ্টপুষ্ট করণ করে অধিক লাভে বিক্রয় করে মুনাফা অর্জনে সক্ষম। গরু হৃষ্টপুষ্টকরণে কম মূলধন ও কম জায়গার প্রয়োজন হয় বলে যেকেউ এটি প্রয়োগ করতে পারে। লোকসানের ঝুঁকি কম থাকে বলে আত্মকর্মসংস্থানের সুযোগ বেশি। এতে বেকারত্ব লাঘব হয়ে দারিদ্র্য দূরীকরণ সম্ভব হবে। এসময় তিনি আরো বলেন, সীতাকু- উপজেলা প্রাণিসম্পদ দপ্তর খামারীসহ বেকার নারী-পুরুষদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছে। পাশাপাশি সরকারি সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে উপজেলা প্রাণিসম্পদ সদা সচেষ্ট ও আন্তরিক। বর্তমানে এই উপজেলায় প্রাণিচিকিৎসা অতিতের চেয়ে আরো বেগবান বলে জানান তিনি। অনুষ্ঠানে সীতাকু- উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় বলেন, গরু হৃষ্টপুষ্ট করণ একটি লাভজনক পদ্ধতি। এতে কম সময়ে অধিক লাভ সম্ভব। আমাদের সরকার প্রাণিসম্পদ বৃদ্ধি ও প্রাণিজ আমিষের সরবরাহ নিশ্চিত করতে নানা উদ্যোগ হাতে নিয়েছে। সেবার পরিধি বাড়াতে সরকার মৎস ও প্রাণি সম্পদকে আলাদা দপ্তরের মর্যাদা দিয়েছে। খামারীদের জন্য প্রশিক্ষণ, ঋণ প্রদান, চিকিৎসা সেবাসহ প্রাণিসেবার মানোন্নয়নে সরকার উদ্যোগী। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ও মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও সেমিনারে সীতাকু-ের বিভিন্ন ইউনিয়নের অর্ধশত খামারী ও বেকার নারী-পুরুষরা অংশ নেন।