গাজীপুরের শ্রীপুরে সরকারী খাস জমি দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তিন নারীসহ একজন আহত হয়েছেন। গত সোমবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাশিদা খাতুন, পলি আক্তার, পপি আক্তার ও মোজাম্মেল হক মামুন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে রাশিদা খাতুন বাদী হয়ে ছয়জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জমির রিবোধ নিয়ে একই এলাকার আফাজ উদ্দিন শেখ ও তার ছেলেদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার রাতে মারামারির ঘটনা ঘটে। অভিযুক্ত এনামুল হাসান জানান, সরকারী খাস জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তাঁরা মিমাংসা করবেন। শ্রীপুর থানার এসআই আমজাদ শেখ জানান, একজন ভুক্তভোগি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন। এরপর রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।