দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষীর্কী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সমাজসেবা ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় হতে ক্যান্সার সহ বিভিন্ন রোগীদের এবং সমতল ভূমিতে বসবাসরত অনাগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী)’র আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণ করা হচ্ছে। ২০ মার্চ শনিবার দিনাজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজ সেবা কার্যালয় ও উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের সহযোগিতায় অস্বচ্ছল দুঃস্থ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগনের মাধ্যে সরকারি সহযোগিতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাকফুরুল হাসান আব্বাসী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ্উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, প্রাণি সম্পদ অধিদপ্তর ঢাকার উপপ্রকল্প পরিচালক ডাঃ মোঃ আনোয়ার সাহাদৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, উপজেলা মহিলা ভাইস চেয়াারম্যান জেসমিন আরা জোস্না ও দিনাজপুরের এসিল্যান্ড মোঃ শাহীনুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার জুয়েল, পৌর কাউন্সিলর আব্দুল হানিফ ইদন ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি রুবেন মুর্মু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রেজওয়ানুর হক। প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সমাজসেবার পক্ষে ক্যান্সার ২৬ রোগীকে, নৃ-গোষ্ঠী ১২ জনকে, ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে ৪ জনকে ৪টি গরু এবং মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫৬ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (আদিবাসী) দের মাঝে বকনা বাছু (গরু) বিতরণ করেন।