শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কাপাসিয়ায় বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর বর্ণাঢ্য মিলন মেলা

জাকির হোসেন কামাল কাপাসিয়া (গাজীপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

গাজীপুরের কাপাসিয়ায় স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট মুজিব বাহিনীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযোদ্ধাদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ বুধবার উপজেলার শীতলক্ষ্যা-ব্রম্মপুত্র মোহনায় ‘ধাধার চরে’ দিনব্যাপী অনুষ্ঠিত মিলন মেলায় স্মৃতিচারণ, ক্রেষ্ট, উপহার ও লাল-সবুজের উত্তরীয় প্রদান করা হয়। মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার কামাল উদ্দিন আহম্মেদ নান্নু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও বিএলএফ পূর্বাঞ্চল সেক্টরের অধিনায়কের অন্যতম সহকারী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ধলেশ^রী জোনের কমান্ডার অধ্যাপক ডাঃ সিরাজুল হক, কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যঅডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, যুদ্ধকালীন মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার মোঃ সামসুদ্দিন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা, মফিজ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম প্রমূখ। পরে বিকালে বিশিষ্ট শিল্পীদের দেশাত্ববোধক গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। এর আগে সকালে করোনা কালীন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত তিন শতাধিক মুক্তিযোদ্ধা, তাদের স্ত্রী-সন্তান ও স্বজনদের সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে সবাইকে দুপুরের খাবার এবং স্থানীয় বিভিন্ন জাতের সুস্বাদু ফল ও চা, কফি দিয়ে আপ্যায়ন করা হয়। চারদিকে পানিবেষ্টিত নয়োনাভিরাম ‘ধাধার চরে’ বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধাদের কলতানে সকাল-সন্ধ্যা মুখরিত ছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে অধ্যাপক সাংবাদিক শামসুল হুদা লিটন তার সাবলিল ও শ্রুতিমধুর ধারাভাষ্যে মাতিয়ে রাখেন। শামসুল আলম শিবলী সোহেল ও রুহুল আমীনের নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী দল অতিথি আপ্যায়নে বিশেষ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের শুরু থেকেই শহরের ‘সাফা-মারওয়া হাসপাতালের’ সৌজন্যে অতিথিদের প্রাথমিক স্বাস্থ্য পরিক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com