সিরাজগঞ্জের তাড়াশে র্যাবের অভিযানে কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তি (কষ্ঠিপাথর সাদৃশ্য) সহ ০৩ জনকে আটক করেছে র্যাব-১২। বুধবার ৭ এপ্রিল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো মশিউর রহমান, পিএসসি এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে এক অভিযান চালিয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) বিষ্ণুমূর্তি (কালো রংয়ের ৩৩.৫ কেজি ওজনের) অবৈধ ভাবে চোরা কারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেন। এ সময় তাদের নিকট হতে ০২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন(৫০), পেঙ্গুয়ারী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন(৪০) ও কুসুম্বী গ্রামের শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রীরাম সরকার(৩৮)। র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, গ্রেফতারকৃত অসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫-খ/২৫-ঘ ধারায় মামলা করতে উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের প্রতারক ও চোরাকারবারী বিরোধী অভিযান সচল রেখে সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।