মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলার বিভিন্ন চরাঞ্চল অতিথি পাখির কলকাকলিতে মুখরিত লালমোহনে ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতিকে সংবর্ধনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা সিংড়ায় পরিবেশ রক্ষার্থে ৫৩৬টি ডাস্টবিন বিতরণ কাজী আজিম উদ্দিন কলেজে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন টুঙ্গিপাড়ায় ভিক্ষুক ও হতদরিদ্রদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করলো সমাজসেবা অফিস জুডিসিয়াল সার্ভিস কমিশনের আওতায় এনে সহায়ক কর্মচারী অন্তর্ভুক্ত ও বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠনের নিমিত্তে দাবি পেশ দাউদকান্দিতে সড়কের মাটি ধসে পড়ল খালে, দুর্ঘটনার আশংকা সীতাকুন্ডে বিতর্কিত মাদ্রাসা পরিচালকের করা মিথ্যা মামলার বিরুদ্ধে মানববন্ধন

বিজয়নগরে কর্মহীন ১০০০ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২ মে, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কর্মহীন বিভিন্ন শ্রেণী পেশার ১০০০ জনগণের মাঝে ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী সহায়তা প্রদান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে এর থেকে উত্তরণ পেতে লকডাউনের ব্যবস্থা করেন সরকার, এতে স্বল্প আয়ের মানুষ, গরীব, অসহায়, দিনমজুররা খাদ্য সংকটে ভুগছে,এমতাবস্তায় মমতাময়ী প্রধানমন্ত্রী এ খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের ব্যবস্থা করেন। রবিবার ২ মে ২০২১ ইং সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধিমেনে প্রত্যেককে চেয়ারে বসিয়ে উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাতের উপস্থাপনয়, উক্ত অনুষ্টানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ্ দৌলা খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান। প্রধান অতিথি থেকে প্রধানমন্ত্রীর এ উপহার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি সেমাই, ১ কেজি পেয়াজ সহ বিভিন্ন উপকরণ। এসময় মোক্তাদির চৌধুরী এমপি বলেন, প্রধানমন্ত্রীর এ উপহার তা জনগণের অধিকার, তিনি সমাজের বিত্তশালীদের উদ্দেশ্যে বলেন, দান, যাকাত,ফিতরা,গরীব দুঃখী মানুষকে দেওয়ার জন্য অনুরোধ করেন,এবং যাহারা ধর্মের নামে ব্যবসা করে অথবা ইসলাম হেফাজতের নামে যাহারা দা,লাঠি,নিয়ে আন্যকে আক্রমণ করে,ও হামলা চালিয়ে আগুন জ্বালিয়ে সরকারি সম্পদ ধ্বংস করে তাদেরকে না দেওয়া পরামর্শ দেন। উক্ত বিতরণ কার্যক্রমের সময় উপজেলা নির্বাহি অফিসার (মুক্তিযোদ্ধা সন্তান) কে এম ইয়াসির আরাফাতের পক্ষ থেকে জানানো হয়, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে সাময়িক ক্ষতিগ্রস্থদের আর্থিক ভাবে সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে উপজেলার ১০ ইউনিয়নের জন্য ভিজিএফ এর মাধ্যমে ৭৪২৪ জনকে পাশাপাশি জি আর সহায়তা দ্বারা মোট ৫,৫৬০ জনকে ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দেয়ার জন্য ২৫০২০০০ লক্ষ টাকা বরাদ্ধ এসেছে । ক্ষতিগ্রস্থদের জন প্রতিনিধির দ্বারা সনাক্ত করে সরকারি সহায়তা দেয়ার কাজ শুরু হয়েছে। একজন উপকারভোগী হাসিনা আক্তার জানান, তার স্বামী রাজমিস্ত্রীর কাজ করে লকডাউনের কারণে খুবই কষ্টে দিনানিপাত করছে ঈদুল ফিতরকে সামনে রেখে এ খাদ্য সহায়তা যেন প্রখর রুদ্রে তৃষ্ণা নিবারণের মতো, এ সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা, উপজেলা কৃষি কর্মকর্তা খিজির হোসেন প্রামাণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, সহ উপজেলার সকল কর্মকর্তাগণ, আরো উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, স্বেচ্ছাসেবকলীগ, সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ,১০ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি মৃনাল চৌধুরী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com