নারায়ণগঞ্জের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) ঊর্ধ্বতন চার কর্মকর্তাসহ ৩৯ জন সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা সঙ্গরোধে আছেন। এখন পর্যন্ত সবার শারীরিক অবস্থা ভালো আছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ ও র্যাব সদরদফতরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
র্যাব সূত্র বলছে, সম্প্রতি র্যাবের এই ব্যাটালিয়নের মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরইমধ্যে ১০০টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। যাদের মধ্যে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
তবে আক্রান্ত র্যাব সদস্যদের অনেকের শরীরে কোনো ধরনের উপসর্গ ছিল না বলেও জানা গেছে।
এমআর