শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

নাটোরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

মুক্তিযোদ্ধাদের আর্থিক সংগতি সুসংহত করা এবং তাদের মধ্যে মেলবন্ধন তৈরীর লক্ষে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের নিচাবাজার এলাকায় চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত এই ভবনটির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস,জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ । এ সময় বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের দেশের উচ্চতম সম্মানের স্থানে আসীন করেছেন। চাকুরীতে কোটা নির্ধারণ ছাড়াও তাদের জন্যে চিকিৎসা সুবিধা প্রদান ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ও উৎসব ভাতাকে বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। সরাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে কমপ্লেক্স নির্মাণ করে দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডারদের অফিস, মিলনায়তন নিয়মিত ব্যবহার করে তাদের সাংগঠনিক কার্যক্রম চলমান রাখার পাশাপাশি নব নির্মিত কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলার প্রায় দুই হাজার বর্গফুট করে জায়গা বাণিজ্যিকভাবে বিপনন কেন্দ্র হিসেবে ব্যবহার করে অসচ্ছল মুক্তিযোদ্ধারা আর্থিকভাবে উপকৃত হবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com