গাজীপুরের কালীগঞ্জে গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে অসহায় হত দরিদ্র দুই বন্ধুর সিএনজি পুড়ে ছাই হওয়ার সংবাদ পাওয়া গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামের শফিকুল ইসলামের গেরেজে। এব্যাপারে ভুক্তভোগী শফিকুল ইসলাম শুক্রবার সকালে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানার এ.এস.আই সাইফুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বলেন- আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছি। ক্ষতিগ্রস্থদের সরকারের পক্ষ থেকে সর্বিক সহযোগীতা করার আশস্ত করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে আলী হোসেন ও শফিকুল ইসলামের তাদের দুইজনের সিএনজি শফিকুলের গ্যারেজে রেখে বাড়িতে ঘুমিয়ে পরে। পরে রাত আনুমানিক ৩ টার দিকে গ্যারেজে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার করেন। পরে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতক্ষণে দুই বন্ধুর সিএনজি পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী আলী হোসেন বলেন- আমার মা-বাবা বৃদ্ধ ও বাবা শারীরীক প্রতিবন্ধী থাকায়। আমার পৌত্রিক সম্পত্তি বিক্রি করে সিএনজিটি কিনে ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটছিল। গাড়িটি পুড়ে যাওয়ায় ২ ছেলে, স্ত্রী ও অন্ধ বাবা ও মাকে নিয়ে চলা আমার নিরূপায?। এখন পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই আমার। এ ব্যাপারে ভুক্তভোগী শফিকুল ইসলাম- কিছুদিন পূর্বে ৪ লক্ষ ৯৫ হাজার টাকায় একটি সিএনজি ক্রয় করি। এটাই ছিল আমার একমত্র উপার্জনের পথ। দুর্বৃত্তরা গাড়িটি পুড়ি দেয়ার আমি দিশে হারা হয়ে পরি। ভুক্তভোগীরা আরও বলেন- সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগীতা করেন তাহলে আমাদের এই ক্ষতি কাটিয়ে ছেলে-মেয়েদের নিয়ে দু’মুঠো ভাত খেতে পারবো। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক বলেন-ব্যাপারটি খুবই দুঃখজনক! কে বা কাহারা ঘটনাটি ঘটিছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে ক্ষতিয়ে দেখা হচ্ছে।