চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনহাট-শীতলপুর অংশে চাউল বোঝায় ট্টাক উল্টে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। শনিবার (২২ মে) ভোর ৫টায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তিনজন হচ্ছে মোঃ শরীফুল ইসলাম(৪৫), পিতাঃ সাজ্জাদ মিয়া, মোঃ সজিব(৩০), পিতাঃ অজ্ঞাত ও আতিকুর রহমান, পিতাঃ কপিল(২৭)। তাদের তিনজনের বাড়িই নওগাঁ জেলায় বলে জানা গেছে। তিনজনের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রংপুর থেকে চাউল বোঝায় একটি ট্রাক (ঢাকা মেট্টো ট- ১৬-৫৫ ১২) চট্টগ্রামে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে শীতলপুর নামক স্থানে মহাসড়কের উপর উল্টে রাস্তার পাশে স্ক্র্যাপ লোহার উপর গিয়ে পড়ে। এসময় ট্রাকের উপর থাকা ৫ জনসহ ট্রাক চালক ও হেলপার আহত হয়। তাদের মধ্যে শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মোঃ সজিব ও আতিকুর রহমান মারা যায়। বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মীর নজরুল ইসলাম দৈনিক খবরপত্রকে বলেন, চাউল বোঝায় একটি ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে আমরা চমেক হাসপাতালে প্রেরণ করি। নিহতের লাশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃষ্টি হওয়ার ফলে সড়ক পিছলে থাকায় গাড়িটি উল্টে যেতে পারে বলে মনে করছেন তিনি। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, সকালে সড়ক দূর্ঘটনায় আহত অবস্থায় ৬ জনকে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও আতিকুর রহমান নামে দুইজন মারা যায়।