স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া ও মাদকমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক মাহমুদ জুয়েল ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাজিদ বাবু, পার্থ দেব মন্ডল, আশরাফুল আলম ফকির লিংকন, যুগ্ম-সম্পাদক এ বি এম মাহমুদ আলম সরদার, মইনুদ্দিন রাজু, নিজাম উদ্দিন রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিব হোসেন, সদস্য সচিব আমিনুর রহমান আমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান। পাশাপাশি মাদকমুক্ত ক্যাম্পাসের দাবি জানান ছাত্রদল নেতারা।