রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ও নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনের গতকাল রবিবার সকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার নিশ্চিত করণের লক্ষ্যে ২০২১-২২ অর্থ বছরের উন্মক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নায়েব আলী শেখের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বাজেট ঘোষণায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান, কিরণ সরদার,তাছির, তোতা মিয়া, আরতি রানাী কুন্ডু, সাহিদা প্রমুখ। এ সময় ইউনিয়নের সুধীজনদের উপস্থিতিতে রাজস্ব আয় ৩৪লক্ষ ৩৫হাজার ৪শত ৪৬ টাকা এবং উন্নয়ন আয় এক কোটি ৪১লক্ষ ৬৫হাজার একশত ৬২টাকা ও রাজস্ব ব্যয় ৩৪লক্ষ ৩৫হাজার ৪শত ৪৬টাকা। উন্নয়ন ব্যয় এক কোটি ৪১লক্ষ ৬৫ হাজার একশত ৬২টাকা সর্বমোট এক কোটি ৭৬লক্ষ ৬শত ৮টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। অপরদিকে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব আরশাফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আমিনুর রহমান বাবু, আয়ুব আলী সরদার, কাবিলউদ্দীন, আকরাম হোসেন প্রমুখ। এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকদের উপস্থিতিতে রাজস্ব আয় ৪৯ লক্ষ ২৫ হাজার ৩শত টাকা, রাজস্ব ব্যয় ৪৩লক্ষ ৪হাজার ৩শত টাকা, রাজস্ব আয় উন্নয়ন তহবিলে স্থানান্তর ৬লক্ষ ২১ হাজার টাকা। উন্নয়ন তহবিল এর আয় এক কোটি ৫২লক্ষ ৯৭ হাজার, রাজস্ব তহবিল থেকে উন্নয়ন তহবিলে স্থানান্তর ৬লক্ষ ২১হাজার সর্ব মোট এক কোটি ৫৯লক্ষ ১৮ হাজার এবং উন্নয়ন তহবিলের ব্যয় এক কোটি ৫৮লক্ষ ১৮হাজার,সমাপণী জের এক লক্ষ সর্ব মোট এক কোটি ৫৯ লক্ষ ১৮ হাজার সর্বমোট দুই কোটি ৮লক্ষ ৪৩হাজার ৩শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।