নাগেশ্বরীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্বপ্ন মৎস প্রকল্পের সদস্যরা। প্রকল্প ধ্বংস, বেকারদের কর্মসংস্থান নষ্টে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোমবার দুপুরে উপজেলার গাগলা বাজারের পাশে নদী তীরে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। বক্তব্য রাখেন মৎস্য প্রকল্পের সদস্য আমীর হোসেন মন্ডল, আতাউর রহমান, রাজেন্দ্র নাথ, এরশাদুল হক। তারা বলেন, প্রকল্পের সদস্যরা সবাই মিলে কিছু উপার্জনের আশায় তাদের গচ্ছিত টাকা বিনিয়োগ করে কিছু বালু উত্তোলন করেন। যা প্রশাসন নিলামে বিক্রি করেছেন। ফলে লাভ তো নেই বরং তাদের বিনিয়োগকৃত টাকা হারিয়ে অসহায় দিন কাটাচ্ছেন তারা। স্থানীয় কিছু মানুষের ষড়যন্ত্রে আজ তাদের এ ক্ষতি। অথচ এ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের শতশত মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। তারা এ ষড়ডন্ত্রের প্রতিবাদ জানান।