দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৯০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ১৭৫ জনের প্রাণহানি হলো।
শনিবার (২ মে) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭৭ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৬ হাজার ১৯৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭ জনের। এ পর্যন্ত দেশে করোনা শনাক্তকরণে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ টি। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩ জন পুরুষ ও দুই জন নারী। তারা সবাই ঢাকার বাসিন্দা।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমআর