রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিভাগে করোনায় মোট আক্রান্ত ১২৭

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ২ মে, ২০২০

চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২৭ জনের। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার ৭৩ জন। মারা গেছেন ৬ জন। এছাড়া লক্ষ্মীপুরের ৪০ জন, নোয়াখালীর ৮ জন, বান্দরবানের ৩ জন এবং ফেনীর ৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও স্বাস্থ্যকর্মীসহ তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়ও একজন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে পুরনো একজন রোগীর শরীরে দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

শুক্রবার (১ মে) চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ- বিআইটিআইডিতে ১৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ১০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে পুরনো একজনসহ চারজনের এবং সিভাসুতে নোয়াখালীর এক বাসিন্দার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com