শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন

নেতা-নেতাকর্মী ও শহীদ ওয়াসিম পরিবারের পাশে বিএনপি নেতা সালাহউদ্দিন

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের আদালত থেকে দুই মামলায় খালাস পেয়েছেন বিএনপি জাতীয় কমিটির সদস্য কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সাবেক মন্ত্রী সালাহউদ্দীন আহমদ। চকরিয়ার আলোচিত চরণদ্বীপ এলাকার চিংড়ি ঘেরে হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিনি সহ খালাস পেয়েছেন আরো ৫০ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক আখতার জাবেদের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। একইসঙ্গে ২০০৭ সালে তত্বাবধায়ক সরকার আমলে করা দুটি মামলা থেকে বেকসুর খালাসের আবেদন করেন বিএনপির ওই নেতা। পরে সালাউদ্দিনসহ সব আসামিকে মামলা থেকে অব্যাহতির আদেশ দেন বিচারক। মামলা থেকে অব্যাহতিতে সন্তোষ প্রকাশ করেন বিএনপির এই নেতা। বলেন, ‘বিচার বিভাগ এখন স্বাধীন হয়েছে। তাই দুটি মিথ্যা মামলা থেকে আমাদের খালাস দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ হয় আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, ‘বিগত সরকারের সময়ে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন রাজনৈতিক সব মামলা প্রত্যাহার করারও আশাবাদ ব্যক্ত করে বলেন, সব মানুষকে এসব মামলা থেকে খালাস দেওয়া হোক। মামলার ধার্য তারিখে দুপুরে কক্সবাজার আদালতপাড়ায় হাজির হন সালাহউদ্দিন আহমেদ। এ সময় আইনজীবী ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ দুটি মামলার কার্যক্রম স্থগিত করে সালাহউদ্দিনসহ সব আসামিকে খালাস দেন। আদালত সূত্র জানায়, চকরিয়ার চরণদ্বীপ এলাকার দুটি চিংড়ি ঘেরে ২০০১ সালে হামলা চালিয়ে দখল এবং মাছ চুরির অভিযোগে ২০০৭ সালে চকরিয়া থানায় দুটি মিথ্যা মামলা করা হয়। বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৫০ জনের বেশি দলীয় নেতাকর্মীক আসামি করা হয়। ২০১৮ সালে আদালতে মামলা দুটির চার্জশিট দেয় পুলিশ। আসামীপক্ষের আইনজীবীরা জানান, আদালতে মামলা দুটি স্থগিতের আবেদন করা হয়। এ সময় আদালত বলেন বাদীপক্ষ দুটি মামলায় একজন সাক্ষীকেও আদালতে আনতে ব্যর্থ হয়েছেন। পুলিশ মামলার ঘটনা প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই মামলা দুটি স্থগিতের আবেদন মঞ্জুর করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হলো। এদিকে মামলা থেকে খালাস পেয়েই পেকুয়ার নিজ বাড়ীতে যান সালাহউদ্দিন। গত ২৫ সেপ্টেম্বর থেকে বাড়ীতে অবস্থান করে হাজার হাজার নেতাকর্মির সান্নিধ্যে গ্রহন করেন। ২৬ সেপ্টেম্বর কক্সবাজার আদালত প্রাঙ্গনে পরের দিন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ও পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম আকরাম এর পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যান বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com