মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
পটিয়ায় থামানো যাচ্ছে না মাটি কাটা নান্দাইলে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এড. কাজী আরমান কটিয়াদীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, বোরো ধান রোপন নিয়ে শঙ্কিত কৃষকরা ভালুকায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিজ্ঞান ও তারুণ্য উৎসব টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন লামা অবৈধ ৪ ইট ভাটায় যৌথ অভিযান : ১১ লাখ টাকা জরিমানা পাখির কিচির-মিচিরে মুখরিত শ্রীমঙ্গলের ‘বাইক্কা বিল’ কয়রা শাকবাড়িয়া খালের উপর সেতু নির্মান কাজ শুরু আশার প্রতিফলন এলাকাবাসীর ফটিকছড়িতে শহীদ জিয়ার নামে টুর্নামেন্টে প্রধান অতিথি নৌকার চেয়ারম্যান! কারণ দর্শানোর নোটিশ

বাউফল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের মেম্বার প্রার্থী “সোহেব ইকবাল মামুন”

এইচ.এম.বাবলু বাউফল :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের তরুণ প্রজন্মের মেম্বার প্রার্থী সোহেব ইকবাল মামুন কে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সর্বত্রই তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। ইতিমধ্যেই প্রচার-প্রচারণায় তিনি রয়েছেন সবার শীর্ষে। প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও চলছে তার ব্যাপক প্রচারণা। উপজেলা আওয়ামী লীগের কালাইয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন সম্পাদক সোহেব ইকবাল মামুনকে নিয়ে ভোটার প্রচারণা ও ভোট প্রার্থনার ছবি ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই এলাকায় ভাইরাল হয়ে যাচ্ছে। বিশেষ করে তাকে নিয়ে নতুন ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই আবার মামুনের প্রতীক ফুটবল মার্কার ভোট প্রার্থনা ও দোয়া যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ছোট-বড় সবার স্নেহের মামুন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এরই মধ্যে এলাকাবাসীর মন জয় করে ফেলেছেন। সবার একটাই চাওয়া আমাদের স্নেহের মামুনকে আমরা বিজয় দেখতে চাই। ছোটবেলা থেকেই মামুন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগ থেকেই তার রাজনীতির যাত্রা শুরু। তিনি ছাত্রলীগের কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতিএবং বাউফল উপজেলা ছাত্রলীগের ক্রিয়া সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে কালাইয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। এরই মধ্যে রাজনৈতিক পরিম-লে বেড়ে ওঠা মামুনের সুনাম ছড়িয়ে পড়েছে গোটা উপজেলায়। তরুণ প্রার্থী হিসেবে দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠ চষে বেড়ানোর ফলে সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে তুলেছেন। আগামী ২১শে জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথম যারা ভোট দিবেন, তাকে ঘিরে সেইসব তরুণ ভোটারদের আগ্রহের কমতি নেই। সামাজিক কর্মকা-ের মাধ্যমে এরইমধ্যে এলাকাবাসী মন জয় করে ফেলেছেন। এমন কথা ভেসে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। বাউফল উপজেলা ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক জানান, সোহেব মামুন একজন সৎ নিষ্ঠাবান ও রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সাথে একসাথে কাজ করে যাচ্ছি, মামুন এলাকার মানুষের জন্য নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিজয়ী হলে এলাকাবাসীর আশা-আকাক্সক্ষা পূরণ হবে বলে আমি আশা করি। সোহেব ইকবাল মামুন বলেন সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করা আমার নেশা। এতদিন নিজ উদ্যোগে সামাজিক কর্মকান্ড করে আসছিলাম এখন দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরছি আমি নির্বাচিত হলে সন্ত্রাস দুর্নীতি ও মাদক মুক্ত করে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com