শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

জামালপুরে প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার অঙ্গীকার সামনে রেখে জামালপুরে সমমনা সংগঠন গুলোর সাথে যোগসুত্র স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে জামালপুর পৌর শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় এনএসভিসি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের আয়োজনে উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত সভায় সমমনা সংগঠনগুলোর সাথে যোগসুত্র স্থাপন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহম্মেদের সভাপতিত্বে ও সঞ্চালনা করেন করেন বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. সাজদা-ই-জান্নাত, ডেপুটি সিভিল সার্জন ডা.একেএম শফিকুজ্জামান, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইলিয়াছ মল্লিক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো.রফিকুল আলম মোল্লা, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, জামালপুর ডিজেবল পিপল অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, বাক ও শ্রবন প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান শিক্ষক রিনা বেগম, সুইড অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক লতা বেগম, প্রতিবন্ধী সেবা সংস্থার সভাপতি আমজাদ আলী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক অসীম কুমার। উদ্দেশ্য বর্ণনা করেন জেন্ডার, দুর্যোগ ও ক্লাইমেট চেঞ্জ বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন। উল্লেখ ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ কর্তৃক জরিপকৃত যে সকল প্রতিবন্ধী ব্যক্তিরা সরকারি নিবন্ধনের আওতায় আসে নাই তাদেরকে সরকারিভাবে সংযুক্তি করার প্রক্রিয়াকরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা, জীবীকায়নসহ মৌলিক অধিকার পূরনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের করণীয় এবং জেলায় কর্মরত প্রতিবন্ধী জনগোষ্ঠীদের নিয়ে কর্মরত সমমনা সংগঠনগুলোর মাঝে যোগসুত্র স্থাপনের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। উপস্থিত সরকারি কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধিরা প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে সহায়তা করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ ডিএফএটি-এএনসিপি অস্ট্রেলিয়ার অর্থায়নে জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু জেইন ফর স্মল হোল্ডার প্রজেক্ট বাস্তবায়ন কাজ চলছে। ওয়ার্ল্ড ভিশন জামালপুর সদর উপজেলায় এবং উন্নয়ন সংঘ ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com