গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ মরুয়াদহ গ্রামের জনৈক জেলে সুভাসচন্দ্রকে হত্যার দাবী জানিয়ে তার স্ত্রী কবিতারানী বাদী হয়ে ০৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং ০৩, তারিখ ০৩-১১-২০১৮। বৃহ¯পতিবার (১৭-০৬-২০২১) সকালে সমবায় মার্কেট গাইবান্ধা দ্বিতীয় তলায় ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তৌহিদ হাসান। তিনি বলেন- পরবর্তীতে উক্ত মামলাটি পিবিআই গাইবান্ধায় হস্তান্তর হলে তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম আমার পরিবারের সদস্যদেরকে পিবিআই গাইবান্ধা অফিসে গত ০৭-০১-২০২১ তারিখে ডেকে নিয়ে এসে আমার ভাই তাজুল ইসলামকে আটক রেখে দুদিন পর গত ০৯-০১- ২০২১ তারিখে গ্রেফতার দেখিয়ে কোটে চালান করেন। আমার ভাই বর্তমানে গাইবান্ধা কারাগারে হাজতাবদ্ধ আছেন। এদিকে পুলিশ আমার পিতা সিরাজুল ইসলামকে গ্রেফতারের উদ্দেশ্যে আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। যার ফলে আমরা স্বপরিবারে নিরাপত্তাহীনতায় ও মানবেতর জীবনযাপন করছি।আমার ভাই তাজুলকে মিথ্যা ভাবে গ্রেফতার করায় এবং আমার পিতা সিরাজুল ইসলামকে হয়রানি করায় আমি আমার পরিবারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামলাটি সুষ্ঠু সঠিক তদন্ত করিয়া আমার ভাইকে মুক্তি দিতে ও আমার পিতাকে হয়রানী হাত হতে রক্ষা করতে এই সংবাদ সন্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকসহ প্রশাসনের উদ্ধোতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। অজ্ঞাতনামা ব্যাক্তিকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশী হয়রানি প্রতিবাদে সংবাদ সন্মেলন।।এসময় উপস্থিত ছিলেন – সিরাজুল ইসলাম, রাহাত শহীদ, খুকুমণি খাদিজা, রুবেল, মশিউর রহমান প্রমুখ।