শেরপুরে ঐতিহ্যবাহী পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষে সাবেক জেলা ছাত্রলীগের নেতা ও নবনির্বাচিত ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন এর সার্বিক তত্বাবধানে ও পৌর নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম এর সভাপতিত্বে সড়ক ও জনপথের রেষ্ট হাউসে অদ্য দুপর ২ ঘটিকায় সাবেক সফল পৌর মেয়র ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও ৩ বারের সফল মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এর রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ২ নং চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, বাস কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, যুব লীগের অন্যতম নেতা আব্দুল মতিন, বাংলাদেশ ছাত্র লীগ শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট, মানবাধিকার সংস্থা আমাদের আইন এর জেলা কমিটির সেক্রেটারি নাজমুল আলম, ঝিনাইগাতী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গাজিরখামার ইউনিয়ন কমিটির সভাপতি জাকির হোসেন মিন্টু, পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, জেলা পরিষদ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, শ্রমীক নেতা আব্দুল হান্নান, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অত্র এলাকার সাধারণ জনগণ সহ প্রায় চার শতাধিক লোকজন প্রমুখ। সঞ্চালনা করেন মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলার চেয়ারম্যান নূর- ই- আলম চঞ্চল ও দোয়া মাহফিল পরিচালনা করেন ঐতিহ্যবাহী মাইসাহেবা জামে মসজিদের মোহতামিম হযরত মাওলানা মোহতাসিম বিল্লাহ। দোয়া ও মিলাদ মাহফিলে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কামাল হোসেন শেরপুর জেলার এ দু জন কান্ডারীর জন্য কায়মনোবাক্যে দোয়া চান এবং উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় ও সাস্থ বিধি মানার সু-পরামর্শ দেন। পরিশেষে তবারক বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপনি ঘোষনা করেন।