ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরিস্থিতি উন্নতি হওয়ার মধ্যে হঠাৎ করে একদিনে সর্বোচ্চ ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল।
জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ ১১ জন আক্রান্ত হওয়ার খবর আজ বেলা পৌণে ১২টার দিকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন মো. একরাম উল্লাহ।
জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জন এ। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্নস্থানে আইসোলেশনে আছেন। জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুই জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনো প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এখন আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই কমে আসে। রবিবার পাওয়া ফলাফলে ২৪ ঘণ্টায় একজন, শনিবার পাওয়া ফলাফলে একজনও আক্রান্ত ছিলেন না। শুক্রবার পাওয়া ফলাফলে দুইজন করোনায় আক্রান্ত হন। তবে এর আগের দিন চারজন, ২৮ মার্চের ফলাফলে ছয়জন আক্রান্ত হওয়ার খবর আসে। তবে সোমবার একদিনেই ১১ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
এমআর/প্রিন্স