দিনাজপুরের ঘোড়াঘাটে ২০০পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম (৪৫পুড়িয়া) মাদকদ্রব্য হিরোইন এবং মাদক বিক্রয়ের নগদ-১৭,৫৩০ টাকা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এসআই সফিউল ইসলাম, এএসআই সারোয়ার জাহান, এএসআই মালেক অফিসার ফোর্স জানায়, (৫জুলাই) সোমবার ঘোড়াঘাট থানা এলাকায় মাদক বিরোধী ও ওয়ারেন্টের আসামির অভিযানে বাহির হইয়া ১নং বুলাকিপুর ইউপির অর্ন্তগত কানাগাড়ী বাজারে অবস্থান কালে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে, ১নং ইউপির কানাগাড়ী হইতে ভেলাইন গামী রোডস্থ ভেলাইন জামে মসজিদের পশ্চিম পার্শ্বে জনৈক আব্দুল খালেক এর বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার উপর কতিপয় কিছু ব্যক্তি মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে পাইকারি ও খুচরা বিক্রি করিতেছে।বিষয়টি মোবাইল ফোনে অফিসার ইনচার্জ কে অবগত করিয়া তাহার নির্দেশ ক্রমে সঙ্গীয় অফিসার ফোর্স সহ সে স্থানে উপস্থিত হলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী গন পালানোর চেষ্টা করে, ২জনকে হাতেনাতে ধরতে পারলেও বাকি ৩জন পালিয়ে যায়। আটককৃত আসামিরা হলেন, উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন (পশ্চিম পাড়া) গ্রামের আব্দুল খালেকের স্ত্রী নাজমা বেগম(৪৬), পিতা: নজরুল ইসলাম, অপরজন একই গ্রামের ফাত্তাজ আলীর ছেলে রিপন মিয়া(২২),বাকি তিন জন আসামি পালাতক রয়েছে। ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান যে, উদ্ধার কৃত ৫ গ্রাম মাদকদ্রব্য হিরোইন যাহার অবৈধ বাজার মূল্য ৫০,০০০ টাকা ও ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট যাহার অবৈধ বাজার মূল্য ৬০,০০০ টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ১৭,৫৩০ টাকা সহ মোট =১,২৭,৫৩০ টাকা জব্দ করা হয়। মাদকদ্রব্য হেরোইন ও ইয়াবা ট্যাবলেট পরষ্পর যোগসাজশে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার আপরাধে। ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে আসামিদের কে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।