শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

“মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট মূলে ৭ জনসহ মোট ৮ জন আসামী গ্রেফতার

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

অদ্য ০৬/০৭/২০২১ইং তারিখ মতলব উত্তর থানায় কর্মরত এএসআই/ সোহাগ সঙ্গীয় ফোর্সসহ নারী শিশু মামলা-৩৭১/২০২০ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) প্রসেস নং-৫৯৩/২১ মূলে ০১(এক) জন আসামী আক্তার হোসেন, পিতা-মৃত জমির আলী বেপারী,সাং-পুটিয়ার পাড়, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। এএসআই/ রাজেশ পাল মিস-৯৬/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৮/২১, প্রসেস নং- ৫৯০/২১ মূলে ০২(দুই) জন আসামী ১। কাইয়ুম হোসেন,পিতা-মোশারফ আখন্দ, ২। চায়না বেগম,পতি-মোশারফ আখন্দ,উভয় সাং-শাহবাজকান্দি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার করেন। এবং ১। এসআই/মোঃ আল-আমিন,২।এএসআই/গোলাম রসুল,৩। এএসআই/ মোঃ সেলিম মিয়া/৪। এএসআই/ মোঃ দুলাল মিয়াগন মিস-২০/২১, ধারা- ১০৭/১১৭ সি, প্রসেস নং-৫৮৫/২১,৫৮৬/২১,,৫৮১/২১,৫৮৪/২১ মূলে ক্রমানুসারে ০৪(চার) জন আসামী ১। মিনু বেগম, স্বামী-রফিক,২। জহির, পিতা-মৃত আলী মিয়া, ৩। রেখা, পিতা-মৃত কালাই মিয়া, ৪। শাহজালাল,পিতা-মৃত আজিজ উদ্দিন,সর্ সাং-সুজাতপুর,থানা-মতলব উত্তর জেলা-চাদপুরদেরকে গ্রেফতার করেন। তাছাড়াও এসআই/ মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়মিত মামলার ০১ জন এজাহারনামীয় আসামী ববিতা রানী(৩৫), স্বামী-লিটন মিস্ত্রি, সাং-তিতারকান্দি, পোষ্ট-নন্দলালপুর,, ইসলামাবাদ ইউপি, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোট ০৮(আট) জন আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন মতলব উত্তর থানা পুলিশ সব রকমের মামলার ওয়ারেন্ট আসামি ধরার জন্য প্রস্তুত রয়েছে। মাদক থেকে শুরু করে যে কোন অপরাধে মতলব উত্তর থানা পুলিশ বিন্দু পরিমান ছাড় দেবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com