বিশিষ্ট বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক ও কলামিস্ট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. এবনে গোলাম সামাদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষায় গত সোমবার রাতে তার করোনা পজিটিভ এসেছে। এরআগে হৃদরোগে আক্রান্ত হলে গত রোববার বেলা সোয়া ১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ভর্তির পর থেকে তাঁর অবস্থা অপরিবর্তিত। প্রফেসর এবনে গোলাম সামাদের ছেলে আল ফাত্তাহ সামাদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বাবা বর্তমানে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১৭নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। ভর্তির পর থেকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। প্রফেসর এবনে গোলাম সামাদের দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।