করোনা সংক্রমণের শুরু থেকে নিজ উদ্যোগে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছে গাজীপুরের শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নং ওয়ার্ডের টানা চারবারের কাউন্সিলর আমজাদ হোসেন বিএ। দেশে চলমান কঠোর লকডাউনে মানুষ যখন গৃহবন্দি ও কর্মহীন হয়ে পড়ে শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষ তখনি নিজ উদ্যোগে নিজ ওয়ার্ডসহ শ্রীপুরের বিভিন্ন গ্রামের মানুষকে দিয়েছেন খাদ্যসামগ্রী। চোখে লজ্জা থাকা স্বল্প আয়ের অনেক পরিবার রয়েছে তারা লোক লজ্জায় খাদ্য সহায়তার কথা প্রকাশ্যে বলতে পারেনা। সেসব পরিবারের কথা চিন্তা করে সম্প্রতি এ কাউন্সিলর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। সেখানে তিনি কয়েকটি ফোন নম্বর লিখে দেন এবং উল্লেখ করেন লকডাউনে যারা সত্যিকার খাবারের জন্য অসুবিধায় পড়েছেন আপনারা যোগায়োগ করবেন। আমরা আপনার বাড়িতে খাবার পৌঁছে দেব। আপনার পরিচয় গোপন রাখা হবে। যেমন কথা তেমনি কাজ। প্রকাশ্যে ও গোপনে দিনরাত অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। এ মুহুর্তে নি¤œবৃত্ত ও স্বল্প আয়ের নি¤œ মধ্যবৃত্ত কর্মহীন পরিবারের মাঝে সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য সহায়তা। যার মধ্যে নি¤œ আয়ের বেশিরভাগ পরিবার ইতিমধ্যে সরকারি কিংবা বে-সরকারিভাবে ত্রাণ বা খাদ্য সহায়তা পেয়েছে। তবে সহায়তা পাননি পেটে ক্ষুধা আর চোখে লজ্জা থাকা স্বল্প আয়ের নি¤œ মধ্যবৃত্ত পরিবারগুলো। ওইসব পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। অসহায় পরিবারের মাঝে রাতের আধারে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান কাউন্সিলর আমজাদ হোসেন।