বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে রিয়া রাথিন গ্রুপ অব কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কাজী আব্দুস সোবহানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার, মুরাটিয়া (পোড়াগুদী) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, কাগদী বাজার এলাকায় প্রায় ৫ শত পরিবারের মাঝে এ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কাজী আব্দুস সোবহান নগরকান্দা উপজেলার শশা গ্রামের কৃতি সন্তান। তিনি ওই গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মৃত মোসলেমউদ্দিনের পুত্র । খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, লস্করদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রিজু খাঁন, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ, আওয়ামীলীগ নেতা, ইলিয়াস মোল্যা, আকবর হোসেন, কাজী আনিস ও মাহমুদ হোসেন প্রমূখ। কাজী আব্দুস সোবহান মুঠোফোনে বলেন, গ্রামের অসহায় গরীব মানুষের জন্য আমার মন সব সময়ই কাঁদে। এই মহামারী করোনা ভাইরাস ও ঈদুল আযহা কে সামনে রেখে আমার এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তাছাড়া আমি নগরকান্দা ও হাটকৃষ্ণপুরের জনগনের জন্য নিয়মিত সকল ধর্মীও কাজ ও অসুস্থ্য ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি। তিনি আরও বলেন, সরকারী যে নির্দেশনা আছে তা মেনে চলতে হবে,স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সকলকে।