ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামের তৌফিক খন্দকার, সে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্র, মহামারী করোনা কালীন সময়ে ষ্কুল কলেজ বন্ধের সময় বাড়িতে এসে স্বেচ্ছায় রক্তদান একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করে। তৌফিকের এ মহতি আহবানে এলাকার কয়েকজন তরুণ আগ্রহ প্রকাশ করে, এবং একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করে, এবং রোগীদের বিনামূল্যে রক্ত দিয়ে,জীবন বাঁচানোর ব্যবস্থা করেন। এ মহতি উদ্যোগকে প্রাণচঞ্চল করতে রক্তদাতাদের সম্মান সূচক ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ জুলাই ২০২১ ইং শনিবার সকালে ইসলামপুর রক্তসন্ধানী ফেসবুক গ্রুপের উদ্যোগে এবং ইয়ামিনুল হকের সহযোগিতায় , আলহাজ্ব কাজী রফিকুল স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি মেনে এই সম্মাননা প্রদান করা হয়। এতে সুহেল আল মাহমুদের সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো: নাসরু মিয়া, গ্রুপের এডমিন তৌফিক খন্দকার, কাজী শরিফ, মো: রায়হান, আজিজুর রহমান হেলাল, প্রানী সম্পদ অফিসার মো: জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো: আব্দুস সামাদ উজ্জল, প্রেসক্লাব বিজয়নগর সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, প্রবাসী কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আক্তারুল ইসলাম, লুতফুর
রহমান, হাফেজ আবুল হাসনাত প্রমুখ। রক্তসন্ধানী ফেসবুক গ্রুপের প্রধান উদ্যোক্তা মোহাম্মদ তৌফিক খন্দকার বলেন, মানুষ মানুষের জন্য রক্ত দিয়ে জীবন বাঁচান এ স্লোগানকে সামনে রেখে, আমার বিদ্যাপীঠ হবিগঞ্জ বৃন্দাবন কলেজে স্বেচ্ছায় রক্তদান গ্রুপে ২০১৭ সাল থেকে কাজ করে আসছি, গতবছর করোনা মহামারীর প্রথম ধাপে স্কুল-কলেজ বন্ধ হওয়ায়, তখন আমি বাড়িতে ফিরে আসি, এবং ২০২১ সনের জানয়ারি মাসে বেশ কয়েকজন বন্ধু-বান্ধব মিলে একটি ফেসবুক গ্রুপ তৈরি করি,এবং আমাদের এ মহতী উদ্যোগ দেখে অনেকেই তাতে আগ্রহ প্রকাশ করে। বর্তমানে আমাদের সদস্য সংখ্যা ৭৯৫ জন। শুরু থেকে এ পর্যন্ত ১২৮ জন মুমূর্ষ রোগীকে বিনামূল্যে রক্ত দেওয়া হয়েছে।