প্রায় চার মাস বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও চাল আমদানি শুরু হয়েছে। গত ২৯ এপ্রিল থেকে বন্ধ হয় এই বন্দরে চাল আমদানি। ঋত্তিক এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের ২৮ মেট্রিকটন চাল আসছে এই বন্দরে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল ৩ টায় বিয়ষটি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন। তিনি জানান, মঙ্গলবার দুপুর থেকে হিলি বন্দরে চাল আমদানি শুরু হয়েছে। সরকার ৬৫.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছেন। ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির অনুমিত সরকার দিয়েছেন এই বন্দরে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে এই চালগুলো আমদানি হলে দেশের বাজারে চালের দাম অনেকটাই কমে আসবে।