মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমান। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। দুদকের পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি দুপুরের দিকে মারা যান।
এদিকে এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান। এর ফলে করোনাভাইরাসে এখন পর্যন্ত দুদকের দুজন কর্মকর্তার মৃত্যু হয়েছে।
এমআর/প্রিন্স