রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সূত্রাপুরবাসী। তাদের দাবি, দেশে ডেঙ্গু পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়েছে। এটি মহামারি আকার ধারণ করলে নগরের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার ৯১, নবাবপুর রোড এলাকায় সূত্রাপুরবাসীর পক্ষে ব্যবসায়ী, কর্মচারী ও এলাকাবাসী এ জনসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
সমাবেশে বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ইলেক্ট্রিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য শাহাদাত হোসেন মিকো বলেন, ‘করোনা মহামারির বিপর্যয় কাটিয়ে না উঠতেই মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আবির্ভূত হয়েছে ডেঙ্গু। দেশে এখন প্রতিদিন ডেঙ্গু সংক্রমণ ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে। দেশে ডেঙ্গু ও ডেঙ্গুর উপসর্গ আছে এমন রোগী ১০ হাজার ছাড়িছে।’ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করে তিনি বলেন, ‘ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। কিন্তু নগর প্রশাসনের এ নিয়ে মাথাব্যথা নেই। আমরা এর প্রতিকার চাই।’
শিশু সাহিত্যিক ও চিত্রাঙ্কন শিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, ‘মশার উপদ্রব এবং ময়লা-আবর্জনা এলাকাজুড়ে পড়ে আছে। এসব পরিষ্কারের কোনও উদ্যোগও নেই। তাই ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।’ সমাবেশে সূত্রাপুরবাসীর পক্ষে আরও বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা বুলবুল হোসেন, মোহাম্মদ রিয়াজ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com