রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

চকরিয়া নৌকার মেয়র প্রার্থীর সাংবাদিক সম্মেলনে অভিযোগ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

চকরিয়া পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারনা জমে উঠার সাথে সাথে সহিংসতা বাড়ার ও অভিযোগ উঠেছে। চকরিয়া পৌরসভায় আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্টিতব্য নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি-জামায়াত জোটের অংশ গ্রহন নাই। তারপরো নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে সহিংসতার অভিযোগ তুলেছেন স্বতন্ত্রের ব্যনারে বিদ্রোহী প্রার্থী বর্তমান কাউন্সিলর ও চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলমের ভাতিজা জিয়াবুল হকের বিরোদ্ধে। নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে দাবী করেন, সোমবার বিদ্রোহী প্রার্থী জিয়াবুল হকের সমর্থকদের হামলা করে নৌকা প্রার্থীর তিন কর্মীকে আহত করেছেন। সোমবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রেইন কমিউনিটি সেন্টারের সামনের হামলার ঘটনায় স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র প্রার্থী জিয়াবুল হক ও তার কর্মী সমর্থককে দায়ী করেছেন নৌকা প্রতিকের প্রার্থী আলমগীর চৌধূরী। ঘটনার পরপরই বিকাল ৪টায় প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মেয়র আলমগীর চৌধূরী এ দাবী করেন। তিনি বলেন,তাঁর কর্মী সবুজ চৌধূরী, রাজিব খান, রোপেচ খান ও অন্যান্য কর্মীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রেইন কমিউনিটি সেন্টারের সামনে নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী জিয়াবুল হক ও কর্মী সমর্থকরা জড়ো হয়ে গালিগালাজ করতে করতে নৌকার কর্মীদের ঘিরে শর্টগান থেকে গুলি ছুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে লোহার রট, হকিষ্টিক দিয়ে বেদম মারধর করে সবুজ চৌধূরী, রাজিব খান ও রোপেচ খানের উপর বিদ্যুতের হিট দিয়ে পাশবিক নির্যাতন চালায়। বর্তমানে তারা চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র প্রার্থী আলমগীর চৌধূরী বলেন, তিনি গত ৫ বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তার জনপ্রিয়তায় ইর্ষান্বীত হয়ে প্রতিদ্বন্ধী প্রার্থীর সমর্থরা সহিংসতা শুরু করেছে। এমতাবস্থায় তিনি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শংকিত। তিনি বলেন, “যে কোন কিছুর বিনিময়ে আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই”। এজন্য প্রশাসনের সংশ্লিষ্ঠ উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন আলমগীর চৌধূরী।কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ছরওয়ার আলম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, স্থানীয় গনমাধ্যমকর্মী, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও নৌকা প্রতীকের কয়েকশত সমর্থক উপস্থিত ছিলেন। পরে হামলার নিন্দা জানিয়ে নৌকা প্রতীকের সমর্থকরা একটি ঝাড়ু মিছিল বের করে। এ ব্যাপারে স্বতন্ত্র (বিদ্রোহী) মেয়র প্রার্থী জিয়াবুল হক তার পেজবুক আইডিতে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন ইভটিজিং করায় কয়েকজন নৌকা প্রার্থীর কর্মি সবুজ চৌধূরী, রাজিব খান ও রোপেচ খানকে কতিপয় লোক মারধর করেছেন বলে দাবী করেছেন। তবে কার সাথে কোন মহিলার সাথে ইভটিজিং করেছেন এবং যারা হামলা করেছেন তারাও তাঁর কর্মি নয় সম্পর্কিত কোন দাবী জিয়াবুল হক করেন নি। এ ঘটনায় নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ১৭ জনের বিরোদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। প্রসঙ্গত: নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর (সোমবার) অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের চকরিয়া পৌরসভার নির্বাচন।ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে প্রথমবারের মতো চকরিয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহন হবে। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে পৌরসভার প্রতিটি জনপদ। এখন অলিগলিতে শোভা পাচ্ছে ৪ মেয়র প্রার্থীর পোস্টার ব্যানার পেস্টুন। এই ৪ জন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী (নৌকা), নাগরিক কমিটি মনোনীত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর জিয়াবুল হক (নারিকেল গাছ), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মনোয়ার আলম (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফয়সাল সিদ্দিকী (কম্পিউটার)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com