বরিশালে নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে বুধবার বরিশাল জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর সহযোগিতায় বিআইডব্লিউটিএর জমিতে অবৈধ স্থাপনা ও ডিসি ঘাটসহ নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর। এসময় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর প্রশিক্ষণ একাডেমি এলাকায় অবৈধ দোকান পাট স্থাপনা উচ্ছেদ করে ভেকু দিয়ে বেস কিছু অবৈধ দোকান ভেঙ্গে দেওয়া হয়। এরপর ডিসি ঘাট এলাকা এবং স্টিমার ঘাট নদীর তীর অবস্থিত নদীবন্দর এলাকায় বিভিন্ন স্থাপনা ঘুটিয়ে দেওয়া হয়। এসময় উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমানসহ আরও অনেকে। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর বলেন, সরকারী জমি জবর দখল করে ভোগ করতে পারবে না বরিশাল জেলা ও মহানগরের অবৈধ স্থাপনা গুলো পর্যাক্রমে উচ্ছেদ করা হবে পাশাপাশি নদীর সৌন্দর্য রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের টিম ও আনসার বাহিনীর সদস্যরা।