নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ মহোদয় এর সাথে উপজেলার সেবাগ্রহীতা, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীগণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ বলেন, ধামইরহাট উপজেলাকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে দেখতে চাই। সুতরাং যেখানেই মাদক সেখানেই প্রতিরোধ। সেজন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, পুলিশ-বিজিবি, সংবাদ কর্মী সহ জনসচেতন সবাইকে এগিয়ে আসতে হবে”। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, মৎস্য কর্মকর্তা মোছা. মোস্তারিনা আফরোজ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। এছাড়াও ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন, সাবিনা এক্কা, বনবিট কর্মকর্তা আবদুল হান্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিজিবি, মুক্তিযোদ্ধা, উপজেলার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।