৪র্থ বারের মতো ফের মুহুরী নদীর পানিতে প্লাবিত হলো ফুলগাজী উপজেলা। ভারতের উজানে সামান্য বৃষ্টি হলে মুহুরী নদীর ভাঙ্গন স্থান দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হয়। গেল ২ মাসে ৩ বার মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়। এতে জনজীবনে নেমে আসে বিপর্যয়। নষ্ট হয়ে যায় ফসলি জমি, আমন ধানের বীজ ও বীজতলা। পানিতে ভেসে যায় ক্ষুদ্র ও মাঝারি ধরনের মাছ চাষীদের মাছের ঘের। বৃহস্পতিবার সকালে ভারতের উজানের পানি আবার সেই ভাঙন স্থান দিয়ে প্রবাহিত হয়ে লোকালয়ে প্রবেশ করে। মুহুর্তে ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কসহ ৪/৫টি গ্রাম প্লাবিত হয়। গ্রামগুলোর মধ্যে জয়পুর, কিসমত ঘনিয়ামোড়া, পশ্চিম ঘনিয়ামোড়া, দৌলতপুর ও শাহাপাড়া গ্রাম অন্যতম। স্থানীয়রা জানান, ত্রুটিপূর্ণ বাঁধ নির্মাণের কারণে প্রতি বছরই সামান্য বৃষ্টি হলে নদী রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ভারতের উজানে টানা বর্ষন ও অতিবৃষ্টির ফলে নদীর ভারসাম্য হারিয়ে বেড়িবাঁধ ভেঙে যায়। তিনি দ্রুত বাঁধ মেরামত করার আশ্বাস প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌসী বেগম জানান, ইতিমধ্যে নদীর বেড়িবাঁধ নির্মানে ৭৩২ কোটি টাকা একনেকে পাশ করা হয়েছে। খুব শ্রীঘ্রই বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু হবে।