বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট’ এর কার্যক্রম শুরু করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত ‘যুব রেড ক্রিসেন্ট’ (আর সি ওয়াই) সদর দপ্তরের কর্মকর্তাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের ইউনিট চীফের মধ্যে মতবিনিময় ও ত্রিবার্ষিক কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত বিষয়ে এক দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সভায় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট’ সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহকারী পরিচালক শামসুল ইসলাম, ডেপুটি ইউনিট চীফ জাহিদুল ইসলাম ও যুব রেড ক্রিসেন্ট দল-জাবি’র ইউনিট চীফ মহিবুর রৌফ শৈবাল। যুব রেড ক্রিসেন্ট (আর সি ওয়াই)-জাবি’র দল কর্যক্রম পরিচালনায় প্রশিক্ষণ বিষয়ক পাঠ্যধারা, দল গঠন, অফিস ভবন, অবকাঠামো উন্নয়ন, ফি নির্ধারন, ত্রিবার্ষিক পরিকল্পনা ও তহবিল সংগ্রহের কর্মপ্রক্রিয়ার বিষয়গুলো আলোচনা এবং পর্যালোচনা করা হয়। সভায় যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, স্বাধীনতা উত্তোরকালে বাংলাদেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ গুলোতে সহ শিক্ষা পাঠ্যক্রম হিসাবে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম চালু থাকলেও, বিশ্ববিদ্যালয় পরিমন্ডলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট সহশিক্ষা পাঠ্যধারা ও কার্যক্রম পরিচালনার সাথে যুক্ত হয় জাবি। অনান্য বিশ্ববিদ্যালয়গুলোও যুব রেড ক্রিসেন্টের আওতায় আসবে বলে বিশ্বাস করি। মহিবুর রৌফ বলেন, মহামারির সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় যুব রেড ক্রিসেন্ট দল জাবি ইউনিট কোন ধরনের কার্যক্রম হাতে নিতে পারেনি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্ব ও সহায়তায় জাবিতে আমি ২০১৮ সাল থেকে যুব রেড ত্রিসেন্ট’এর কার্যক্রম পরিচালনার কর্মদ্যোগ গ্রহণ করেছি । জাতীয় সদর দপ্তরের অনুমোদনক্রমে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক অনুমোদনে যুব রেড ক্রিসেন্ট-জাবি দলের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বতন্ত্র অফিস বরাদ্দ দিয়েছে। যেখান থেকে পর্যায়ক্রমে প্রায় ২৫ হাজার অংশীজনকে (শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ) বিভিন্ন বুনিয়াদী প্রশিক্ষনের আওতায় নিয়ে আনা হবে। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট সদস্য সংগ্রহ এবং মানবাতার সেবার ব্রতীতে উদ্বুদ্ধকরণে বিভিন্ন সেবামূলক কর্যক্রম পরিচালনা করা হবে।