জামালপুরে সরকারী চাকুরি দেওয়ার নাম করে প্রতারনার মাধ্যমে নগদ টাকা ও চেক নিয়ে উল্টা মামলা করে ইমরান নামের এক ব্যাক্তিকে হয়রানির প্রতিবাদ সংবাদ সম্মলন করা হয়েছে। সোমবার দুপুর সদরের জামিরা এলাকার নিজ বাড়িত এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমরান হাসন ও তার ছাট ভাই রমজান আলী আকাশ। এ সময় তারা উল্লেখ সদরের লক্ষীর চর ইউনিয়নের গজারিয়া গ্রামর আতিকুল ও তার ভাই সাইফুল ইসলাম সরকারী চাকুরি দেওয়ার নাম করে নগদ ৪ লাখ টাকা ও রপালী ব্যাংকের ৮ লাখ টাকার ব্যাংকের চেক হাতিয়ে নেয়। পরবর্তিততে চাকুরী না দিতে পারায় সেই টাকা ফরত চাইতে গলে সে উল্টা মামলা দিয়ে ও প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে ইমরান ও তার পরিবারর লোকজনদের। উল্লেখ্য যে, সরলতার সুযোগ নিয়ে প্রতারক আতিকুল ও তার ভাই সাইফুল ইসলাম বিভিন সময় মানুষর কাছে সরকারী চাকুরী দেওয়ার নাম করে মানুষর কাছ থকে নগদ টাকা হাতিয় নওয়ার অভিযাগ রয়েছে। এ ব্যাপার জামালপুর সদর থানায় জিডি একটি করা হয়ছে। বর্তমানে পরিবারটি জীবনের নিরাপত্তা চায় ও মিথ্যা হয়রানী মুলক মামলা থকে মুক্তি পেতে প্রধানমন্ত্রীর কামনা করছে।