শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
জব্দ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাবেক ভূমিমন্ত্রীর রিট আরেক হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান উৎপাদনে ফিরলো কর্ণফুলী পেপার মিল ২০৫০ সালের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণে দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প আইন আপনার হাতে তুলে নেয়ার কারো কোনো অধিকার নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীকে ক্ষমতা দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

লিও জেলা ৩১৫ বি৪ এর সিলভার জুবলী ও প্রথম কেবিনেট মিটিং

এম কে মনির সীতাকুন্ড :
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

মানবতায় মানবসেবায় এ স্লোগানকে মুখ্য করে আন্তর্জাতিক সেবা সংস্থা লিও জেলা ৩১৫ বি৪ এর ২৫ তম বর্ষপূতি ও প্রথম কেবিনেট মিটিং সম্পন্ন হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রামস্থ চিটাগং সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানের দুই পর্বের প্রথম পর্বে ১৯-২০ সেবা বর্ষের লিও জেলা সভাপতি লিও শাহরিয়ার ইকবাল এর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিও জেলার ২০২০-২১ সেবা বর্ষের লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম এর সভাপতিত্বে রজতজয়ন্তী, নবনির্বাচিত কমিটির অভিষেক ও প্রথম কেবিনেট মিটিং শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ, পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এমজেএফ, প্রাক্তণ জেলা গভর্ণর ও লিও জেলার ফাউন্ডার সভাপতি লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, পিএমজেএফ। লিও জেলা সেক্রেটারি আতিক শাহরিয়ার সাদিফ ও লিও ক্লাব অব চিটাগং ডাইনামিক সিটির সহ সভাপতি লিও প্রিতা পারমিতার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাক্তণ জেলা গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন কামরুন মালেক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জি কে লালা, জয়েন্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, জয়েন্ট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন মোঃ আলী চৌধুরী, রিজিয়ন চেয়াপারসন হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া,লায়ন আশরাফ আলী আশু, লায়ন এস এম কামলা পাশা,লায়ন কহিনূর কামাল, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন ইমতিয়াজ ইসলাম, রিজিয়ন চেয়ারম্যান লায়ন এস এম কামাল হোসেন, লায়ন কাজী ইকবালুর রহমান নাদিম, জোন চেয়ারম্যান লায়ন জিনাত কমর রিতা, লায়ন আফরোজা বেগম, লায়ন হোসেন রানা, লায়ন মাঈনু্দ্িদন জিলাল, লায়ন সাহেলা আবেদীন, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন নুর মুহাম্মদ বাবু, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মাঈন উদ্দিন, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন ক্যাপ্টেন শিমুল দত্ত, লায়ন আশিকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন মাল্টিফল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও সামিউল এহসান অনিক, লিও ডিস্ট্রিক্ট বি১ এর প্রেসিডেন্ট লিও ইব্রাহিম চৌধুরী প্রিন্স, বি২ এর প্রেসিডেন্ট লিও সারিমন জুরাইয়া জাহিদ, লিও জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তণ সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন গাজী মোঃ গজনবী, লায়ন আবু নাছের রনি, লায়ন হেলাল উদ্দিন, লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহ, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন ওবাইদুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লিও আনোয়ারুল ইসলাম, লিও জেলার সদ্য প্রাক্তণ সচিব লিও জাহিদ হাসান আজাদ, লিও জেলার ২১-২২ বর্ষের সহ সভাপতি লিও ইরফান মোস্তফা, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ও লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও ইসমাঈল বিন আজিজ আলভি, জয়েন্ট সেক্রেটারি লিও মোঃ জাহিদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও মোঃ ওমর ফারুক, অনুষ্ঠান কমিটির এডভাইজার লিও ওমর ফারুক নয়ন, কো-চেয়ারম্যান লিও শওকত হোসেন ট্রেজারার লিও শুভ ভৌমিক, সুভেনিয়র কমিটির চেয়ারম্যান লিও আমিনুল ইসলাম, সেক্রেটারি লিও বোরহান, মেম্বার লিও রাকিব, লিও পাপন, সিলভার জুবলী ইনস্টলেশন কমিটির সেক্রেটারি লিও জাহেদ হোসেন। লায়ন্স জেলার লিও ও লায়নদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সঙ্গীত অনুষ্ঠান ও রাতের ভোজের মধ্য দিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com