শেষ হচ্ছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ১৬ বছরের শাসন। তার দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নকে (সিডিইউ) হারিয়ে ইউরোপের শক্তিশালী দেশটির মসনদে বসতে যাচ্ছে সামাজিক গণতন্ত্রী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। দলটি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট। ৭৩৫টি সংসদীয় আসনের মধ্যে দলটি ২০৬ আসন পেতে চলেছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রাথমিক ফলে দেখা গেছে পুরো জার্মানজুড়ে ভোটে অ্যাঙ্গেলা মেরকেলের দল সিডিইউ পেয়েছে ২৪ দশমিক ১ শতাংশ। দলটি সংসদে প্রতিনিধিত্ব করবে ১৯৬টি আসনে। তবে এ যাবতকালের সেরা সাফল্য দেখিয়েছে গ্রিন পার্টি। দলটির ইতিহাসে সর্বোচ্চ ১৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছে এই নির্বাচনে। তাদের সংসদে প্রতিনিধিত্ব থাকতে পারে ১১৮টি আসনে।
প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে এসপিডি নেতা ওলাফ শুলজ বলেছেন, ভোটে তার দল স্পষ্টভাবে বিজয়ী। ভোটাররা তাকে পরবর্তী চ্যান্সেলর হিসেবে দেখতে চায়। তার দল নেতৃত্বের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। তবে সরকার গঠন করতে হলে তাদের জোট গঠন করতে হবে। দল হেরে গেলেও আপাতত ক্ষমতায় থাকছেন অ্যাঙ্গেলা মেরকেল। কারণ, সরকার গঠন না হওয়া পর্যন্ত নিজ দায়িত্বে বহাল থাকবেন তিনি। নয়া সরকার গঠনে সম্ভবত বড়দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।